পূজার পরই প্রাইমারি টেট, মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, এখনই জেনে নিন

primary tet examination date announced today: সরকারি চাকরির খোঁজছেন দীর্ঘদিন ধরে? তাই নিয়ে এলাম নতুন চাকরির সুখবর। বাংলার সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে এক অসাধারণ সুখবর। সম্প্রীতি, প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি গৌতম পাল বাংলা সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য জানিয়েছেন যে, টেটের সমস্ত পরীক্ষা পুজোর পর আয়োজিত করা হবে। অনেক প্রার্থীরা এখনোও সন্দেহে আছে যে আধোও টেট পরীক্ষা হবে কি হবে না । তাই আজ আমরা এই পোষ্টের মাধ্যমে সকল চাকরিপ্রার্থীদের টেট পরীক্ষা নিয়ে যেসব সন্দেহ মনের মধ্যে চলছে তা মেটাবো।

primary tet examination date announced today

তবে এবার জানিয়ে যাক কবে টেটের পরীক্ষা আয়োজিত করা হবে।

সবাই জানেন যে কিছু আইনি জটিলতার কারণে প্রায় কিছু সময়ের জন্য টেট পরীক্ষা বন্ধ ছিল। সম্প্রীতি প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন যে, সব আইনি জটিলতা কাটিয়ে ও নতুন করে সমস্ত নিয়ম মেনে পুজোর ঠিক পরেই টেট পরীক্ষা নেওয়া হবে। তবে পুজোর ঠিক পরে কোন সময় অর্থাৎ কখন বা কবে প্রাইমারি টেট পরীক্ষা আয়োজিত হবে তা নিয়ে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল। প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় প্রেস কনফারেন্সে আরোও জানিয়েছেন যে, প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে পুজোর ঠিক করেই টেট পরীক্ষা বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তার মধ্যে টেট পরীক্ষা সম্বন্ধে যাবতীয় তথ্য অর্থাৎ ফরম ফিলাপের তারিখ এবং কবে পরীক্ষা হবে তা উল্লেখ করা থাকবে।

শুধু তাই নয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি শ্রী গৌতম পাল মহাশয় চাকরিপ্রার্থীদের শুভ কামনায় আরোও জানিয়েছেন যে, সমস্ত আইনি কার্যকলাপ এবং ফরম ফিলাপ সহ ভেরিফিকেশনের কার্যকলাপ সম্পন্ন করে নভেম্বর মাসে মাঝামাঝি সময়ে প্রাইমারি টেট পরীক্ষা আয়োজিত করা হবে। এবং তিনি সমস্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রতিশ্রুতি নিয়েছেন যে এবার থেকে প্রতিবছর সঠিক সময়ে এবং সঠিক নিয়ম মেনে টেট পরীক্ষা আয়োজিত করা হবে এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে। সামনে বাংলায় দুর্গাপূজা, তারই মধ্যে গৌতম পাল মহাশয়ের এই ঘোষণা বাংলার সমস্ত রীতিমতো আনন্দের ডাক এনেছে।