PMJAY Card scheme 2022: দেশের সকল নাগরিকের জন্য মোদি সরকার একটি নতুন আকর্ষণীয় প্রকল্পের ঘোষণা করেছেন PMJAY । আপনি যদি প্রকল্পে যোগদান করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা। এবং আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে আপনি এই আকর্ষণীয় প্রকল্পে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে আপনার কোন যোগ্যতা প্রয়োজন নেই। নারী-পুরুষ, ছোট-বড়, শিক্ষিত অশিক্ষিত সকলেই এই প্রকল্পের জন্য সমান ভাগীদার।
মানুষরা এই প্রকল্পে অনলাইনে আবেদন করা শুরু করে দিয়েছে। আপনি বাড়িতে বসে বিনা কোন ঝঞ্জাটে নিজের মোবাইলের দ্বারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। নিচে অনলাইন আবেদনের নিয়ে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে তাই ইচ্ছুক নাগরিককে আবেদন করা হচ্ছে তারা যেন সমস্ত তথ্য ভালো করে শেষ পর্যন্ত দেখেন। বর্তমানে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি পোর্টাল খোলা হয়েছে সেখান থেকে আপনি অতি সহজেই এই প্রকল্পে যোগদান করতে পারবেন। এখানে আবেদন আপনি PMJAY কার্ড বানিয়ে নিতে পারবেন। এর ফলে আপনি পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যে কোন হাসপাতালে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা সুবিধা উপভোগ করতে পারবেন।
Note:সঠিক চাকরির খবর এবং ভ্যাকেন্সি সবার আগে জানতে hintopedia.in কে সাবস্ক্রাইব করুন
প্রকল্পের নাম: এখানে যে প্রকারের কথা বলা হয়েছে সেটি হল- pradhan Mantri Ayushman Yojana (PMJAY)।
প্রকল্প সুবিধা: PMJAY Card scheme আবেদনের মাধ্যমে যেই PMJAY কার্ডটি পাবেন, তার সাহায্যে আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে।
PMJAY Card scheme এর জন্য অনলাইনে আবেদন করার পরপর পদক্ষেপ
- PMJAY Card scheme আবেদন করতে হলে প্রথমেই আবেদনকারীকে নিচের দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে- https://setu.pmjay.gov.in/setu/
- এই ওয়েবসাইটে ভিজিট করার পরে প্রথমে আপনাকে Register Yourself & Search Beneficiary অপশনে ক্লিক করে আপনার নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে।
- রেজিস্ট্রেশন করার সময় আপনার আদার কার্ডের নাম্বার ও মোবাইল নাম্বার দিতে হবে।
- এরপর আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে দিলে একটি লগইন আইডি পেয়ে যাবেন। আপনারা এই আইডিটি আপনাদের দেওয়া মোবাইল নাম্বারেও SMS এর মাধ্যমে পেয়ে যাবেন।
- এরপর এরপর আপনারা একটি অপশন দেখতে পাবেন সেটি হল Do Your eKYC & wait for Approval এই অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে লগইন করতে হবে এবং রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম গ্রামের নাম দিয়ে আবেদন পত্রটি সম্পূর্ণভাবে ফিলাপ করতে হবে।
- এরপর আপনারা আপনাদের নিজস্ব রেশন কার্ডের নাম্বার বসিয়ে eKYC update আপডেট করতে হবে এবং পরবর্তীকালে কার্ড ডাউনলোড করে নিতে হবে।
Telegram | |
Click Here | |
Click Here | |
Official Website | Click here |
প্রকল্পের নাম: | pradhan Mantri Ayushman Yojana (PMJAY) |
প্রকল্প সুবিধা: | চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা ছাড় পাওয়া যাবে |
PMJAY Card Scheme আবেদনের জন্য বিভিন্ন প্রয়োজনীয় নথিপত্র
• আধার কার্ড
• ভোটার কার্ড
• রেশন কার্ড
• পাসপোর্ট সাইজের ফটোকপি
• নিজস্ব মোবাইল নাম্বার
এই প্রকল্পের সম্বন্ধে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবিচার ওয়েবসাইটে যেতে পারেন তার ফলে আপনারা এই প্রকল্পের সম্বন্ধে আর বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন।