বর্তমান দিনে দাঁড়িয়ে সকলেই নিজের জন্য একটি গাড়ি কেনার পরিকল্পনা করছেন। তাই এই মুহূর্তে বিভিন্ন গাড়ি কোম্পানি গুলি ভারতের অত্যন্ত জনপ্রিয় উঠেছে। maruti suzuki যেই কোম্পানিগুলির মধ্যে একটি যাদের গাড়ি ভারতীয় বাজারে বেশি বিক্রি হয়েছে। এই কোম্পানির বেশিরভাগ গাড়ি প্রচণ্ড সস্তা হয় কিন্তু গাড়িগুলি গঠনগত ও স্পেসিফিকেশনের দিক থেকে অন্যতম। তাই এই কারণে ভারতীয় ক্রেতা দের মধ্যে গত বেশ কিছু বছর ধরে এই কোম্পানির গাড়ির জনপ্রিয়তা আকাশচুম্বী। অন্যদিকে যেহেতু এই গাড়িগুলি ভারতেই ম্যানুফ্যাকচার হয় সেহেতু এই গাড়িগুলির দাম তুলনামূলক বিদেশী কোম্পানির গাড়ি থেকে অনেকটাই কম। তাই দেশীয় প্রযুক্তিতে নির্মিত গাড়ি হিসেবেও মারুতি সুজুকি কোম্পানির গাড়ি দেশ বিদেশে জনপ্রিয়তা পেয়েছে।
কিন্তু ভারতীয় বাজারে এই কোম্পানির যে সমস্ত গাড়ি সব থেকে বেশি বিক্রি হয়েছে তাদের মধ্যে তালিকার এক নম্বরে রয়েছে Baleno। এমনকি এটি একটি কম্প্যাক্ট গাড়ি এবং এই গাড়িতে যে সমস্ত অত্যাধুনিক স্পেসিফিকেশন লাগানো রয়েছে তাতে আপনার মনেই হবে না যে এরা তো কম দাম হতে পারে। এই গাড়ির প্রাথমিক বাজার মূল্য ৬.৮৯ লক্ষ টাকা। এবং এই গাড়ির টপ মডেল বাজারের মূল্য ৯.৭১ লক্ষ টাকা। কিন্তু আজ আমরা আপনাকে এমন তথ্য দেব যা সাহায্যে আপনি Baleno মডেলটি মাত্র ২ লক্ষ টাকায় কিনে ফেলতে পারবেন।
আপনারা আমরা হয়তো অনেকেই এর সাথে অবগত হবেন যে এই মুহূর্তে ইন্টারনেট দুনিয়ায় এমন বেশ কিছু সাইট রয়েছে যারা সেকেন্ড হ্যান্ড অর্থাৎ পুরনো গাড়ির ব্যবসা করে থাকে। এই গাড়ি গুলি সাধারণত ব্যবহৃত গাড়ি এবং নতুন গাড়ির তুলনায় এই গাড়িগুলো কোন অংশেই কম যায় না। স্পেসিফিকেশন ও বিল্ড কোয়ালিটি দিক থেকে এই গাড়ি অত্যন্ত দুর্দান্ত হয়। তবে সব থেকে আনন্দের ব্যাপারটা হল, সাধারণত এই ধরনের গাড়ির দাম সেই গাড়ি আসলে দামে প্রায় অর্ধেক থেকেও কম হয়। এরকম একটি অসাধারণ অফার বা আপনি সুযোগই বলতে পারেন সেটি সম্প্রীতিকালে মারতি সুজুক কোম্পানির এই গাড়ির উপরে। বর্তমান কালে জনপ্রিয় ব্যবহৃত জিনিস বিক্রয়কারী সাইট ওএলএক্স থেকে আপনারা এই গাড়িটি মাত্র ২ লক্ষ টাকার মধ্যেই পেয়ে যাবেন।
আপনাদের জানিয়ে রাখা দরকার যে এই মডেলটি এই মুহূর্তে বিক্রয়ের জন্য লিস্ট করা রয়েছে, এটি আদতে ২০১৫ সালের একটি মডেল এবং কয়েক কিলোমিটার চলার কারণে এই মুহূর্তে এই পুরনো গাড়িটির বাজার মূল্য ২ লক্ষ টাকা। তবে এই গাড়ি অবস্থা এখনও পর্যন্ত বেশ ভালো। গাড়িটি পুরনো হলেও মাইলেজ,পাওয়ার এবং বিল্ড কোয়ালিটি সব দিক থেকেই এখনো পর্যন্ত নতুনের মতই মনে হয়। তাহলে আর ভাবছেন নাকি, এক্ষুনি ও OLX. COM ওয়েবসাইটে গিয়ে কিনে ফেলুন আপনার পছন্দের নতুন Baleno।