গার্ডেনরিচ কান্ডে অবশেষে পুলিশের হাতে ধরা দিল আমির খান, উদ্ধার হয়েছে ১৭ কোটিরও বেশি টাকা

garden reach businessman Aamir khan arrested from Ghaziabad: গার্ডেনরিচ কান্ডে, মূল অভিযুক্ত অর্থাৎ অ্যাপ এর মালিক আমির খান শেষ পর্যন্ত ধরা পড়লো পুলিশের হাতে। সূত্রে জানা গেছে তাকে অন্য রাজ্য থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা অভিযোগ দায় করা হয়েছে। জেনে নিন আরো বিস্তারে-

garden reach businessman Aamir khan arrested from Ghaziabad
garden reach businessman Aamir khan arrested from Ghaziabad

গার্ডেনরিচ কান্ডে মূল অভিযুক্ত অর্থাৎ আমির খানের খাটের তারা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। সম্প্রীতি পুলিশের তল্লাশিতে ব্যবসায় বাড়ি থেকে ১৭কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ, এবং সেই থেকেই হদিস পাওয়া যাচ্ছিল না মূল অভিযুক্তর। সম্প্রীতি, পুলিশ মূল অভিযুক্ত কে গ্রেফতার করেছে। সূত্রে জানা গেছে গাজিয়াবাদ এর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শেষ পর্যন্ত অন্য রাজ্য থেকে পুলিশের হাতে ধরা দিলেন ব্যবসায়ী।

ই-নাগেটস গেমিং অ্যাপ, যার সাহায্যে মূল অভিযুক্ত আমির খান আর্থিক প্রতারণা ঘটিয়েছে বলে পুলিশের সন্দেহ। এছাড়া তার বিরুদ্ধে গেমিং অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। জানা গেছে শীঘ্রই ইডি তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে।

মন্তব্য করুন