টিআরপির লড়াইয়ে লজ্জাজনক হাল মিঠাই এর! বাংলার সেরার মুকুট পেল কে?
টিআরপি তালিকা কেনা দেখতে পছন্দ করেন, কিন্তু প্রতি সপ্তাহের মতো এইবারেও রয়েছে অনেক রোমাঞ্চকর চমক। তালিকার মধ্যে ওঠা নামা তো লেগেই আছে, আগের সপ্তাহে যে বাংলার সেরার মুকুটের মালিক আর তারপরের সপ্তাহই তার তালিকার সেরা পাঁচের মধ্যে জায়গা হয় না। এই সপ্তাহ হাল ও কিছুটা সেই রকম এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। …