আর তিন মাসে নয় এবার প্রতিমাসেই আসবে ইলেকট্রিক বিল! নতুন পরিকল্পনা WBSEDCL

electric bill will come every month instead of 3 months new plan of wbsedcl

এবার রাজ্যে আসতে চলেছে বিদ্যুৎ বিল সম্বন্ধিক নিয়মে বেশ বড় পরিবর্তন । বর্তমানে WBSEDCL এর অধীনে থাকা সমস্ত রাজ্যে কারেন্টের বিল পাঠানো হয় প্রতি তিন মাস অন্তর অন্তর, কিন্তু, এবার এই নিয়মে আসছে এক বিরাট পরিবর্তন। জানা গেছে, এবার থেকে WBSEDCL অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর অধীনে থাকা সমস্ত রাজ্যে বা এলাকায় তিন মাসের বদলে এক একমাস অন্তর অন্তর বিল পাঠানোর পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর।

সম্প্রীতি, তিন মাসিক পরিবর্তে মাসিক বিল দেওয়ার প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস প্রেস মিট এর দ্বারা জানিয়েছেন । এমনকি বর্তমানে কলকাতা শহরে একাধিক ওয়ার্ডে বিদ্যুতের বিল মাসিক নিয়মে চালু করা হয়েছে বলে জানা জানা গিয়েছে। এমনকি এই ব্যাপারে বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন যে কলকাতার পৌরসভা ১১১, ১১২, ১১৪ নম্বর ওয়ার্ড গুলি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের অধীনে রয়েছে। এমনকি এইসব এলাকা গুলিতেও মাসিক বিল দেওয়ার নিয়ম চালু করার কথা চলছে।

অন্যদিকে, বর্তমানে SESC-এর ইলেকট্রিক বিল প্রতিমাসের নিয়মে আসে। যেহেতু কলকাতার একাধিক অংশ রয়েছে SESC এর অধীনে, ফলে কলকাতা শহরের মানুষ কে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল একমাস অন্তর অন্তর দিতে হয় দিতে হয়। তবে যে সমস্ত এলাকাগুলি পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পর্ষদ অর্থাৎ WBSEDCL এর অধীনে ছিল তাদের এতদিন তিন মাস অন্তর অন্তর বিদ্যুৎ বিল আস্ত। কিন্তু পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ অর্থাৎ WBSEDCL এই নিয়মে আনতে চলেছে এক বিরাট পরিবর্তন। যেহেতু WBSEDCL অধীনে আগে তিন মাসে অন্তর বিদ্যুৎ বিল আসলেও সাধারণ মানুষরা বিদ্যুৎ বিল মাসে মাসে দেওয়ার সুযোগ পেতো কিন্তু এবার পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তর চাইছে মাসে মাসে দেওয়া হোক বিদ্যুৎ বিল।

পশ্চিমবঙ্গ বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ চুরি আটকাতে তিনি বিধায়কদের কাছে সহযোগিতাও চেয়েছেন, ও তাই নয় তিনি বিধায়কদের কাছে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর প্রেক্ষিতে আবেদন জানান।

মন্তব্য করুন