টিআরপির লড়াইয়ে লজ্জাজনক হাল মিঠাই এর! বাংলার সেরার মুকুট পেল কে?

টিআরপি তালিকা কেনা দেখতে পছন্দ করেন, কিন্তু প্রতি সপ্তাহের মতো এইবারেও রয়েছে অনেক রোমাঞ্চকর চমক। তালিকার মধ্যে ওঠা নামা তো লেগেই আছে, আগের সপ্তাহে যে বাংলার সেরার মুকুটের মালিক আর তারপরের সপ্তাহই তার তালিকার সেরা পাঁচের মধ্যে জায়গা হয় না। এই সপ্তাহ হাল ও কিছুটা সেই রকম এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। বিশেষ করে দুটি সিরিয়াল যাদের অবস্থা কিছুদিন আগে ভালো ছিল কিন্তু এই সপ্তাহে ওই দুই সিরিয়ালেরই অবস্থা বেশ শোচনীয়।

Bengali serial top trp list this week
bengali serial top trp list this week

গত দু সপ্তাহ ধরে বাংলা সেরার মুকুটের মালিকানা ছিল স্টার জলসার গাঁটছড়া সিরিয়ালের হাতে। কিন্তু এই সপ্তাহে এই সিরিয়াল অবস্থান হয়ে দাঁড়িয়েছে সেরা তিনে, প্রাপ্ত নম্বর ৭.৯, তাহলে বলা যেতে পারে যে খড়ি ও ঋদ্ধির যুগল গোয়েন্দাগির দর্শকের মন ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তেমনি অন্যদিকে, জি বাংলার গৌড় এলো এবং প্রতিদ্বন্দ্বী চ্যানেল অর্থাৎ স্টার জলসার গাঁটছাড়া দুজনেই তৃতীয় স্থানের অধিকারী।

এই সপ্তাহের ও সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অধিকার অর্থাৎ বাংলা সেরার মুকুট মাথায় তুলে নিয়েছে স্টার জলসার ধূলিকণা সিরিয়াল। প্রাপ্ত নম্বর ৮.২। চোরুইয়ের মায়ের খুলতেই উচ্ছ্বাসিত নেট জনতা। এবার শুধু লালনের খবর পাওয়া অপেক্ষায় দর্শক। আর দুই নম্বরে রয়েছে স্টার জলসার চ্যানেলের আরেক কৃতি সিরিয়াল আলতা ফড়িং। প্রাপ্ত নম্বর ৮.০।

বেয়াইয়ের ষড়যন্ত্রের পর্দা ফাঁস করে হংসিনীর সাথে ছেলের বিয়ে দিয়ে ফের টিআরপির তালিকায় পা জমালেন লক্ষ্মী কাকিমা সুপারস্টারও। রিয়েল প্রাপ্ত নম্বর ৭.৩। ৭.১ নম্বর পেয়ে, সবাইকে চমকে দিয়ে ৫ নম্বর স্থান অধিকার করেছে জি বাংলার নতুন সিরিয়াল জগধাত্রী। আপনাদের আশঙ্কায় ঠিক, সেরা পাঁচ থেকে ছিটকে গেছে জি বাংলা জনপ্রিয় সিরিয়াল মিঠাই। ৭.০ নাম্বার পেয়ে সেরা ছয়ে ঝুলে রয়েছে মোদক পরিবার।

বহুদিন পর ফের তালিকায় নাম লিখিয়েছে জি বাংলার আরেকটি অন্যতম সিরিয়াল এই পথ যদি না শেষ হয়। সাহেবের চিঠি, মাধবী লতা এই দুই সিরিয়ালের টিআরপি ক্রমশ উচ্চে অন্যদিকে লালকুটি এবং পিলুর সিরিয়ালের টিআরপি ক্রমশ অবনতির দিকে। শিয়ালের প্রাপ্ত নম্বর ৫.০ ও কম।

দেখে নিন এই সপ্তাহায়ের টিআরপি তালিকায় সেরা ১০-

  • ধুলোকণা- ৮.২ (প্রথম)
  • আলতা ফড়িং- ৮.০ (দ্বিতীয়)
  • গাঁটছড়া, গৌরী এলো- ৭.৯ (তৃতীয়)
  • লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৩ (চতুর্থ)
  • জগদ্ধাত্রী- ৭.১ (পঞ্চম)
  • মিঠাই- ৭.০ (ষষ্ঠ)
  • সাহেবের চিঠি, খেলনা বাড়ি- ৬.১ (সপ্তম)
  • অনুরাগের ছোঁয়া- ৬.০ (অষ্টম)
  • মাধবীলতা- ৫.৮ (নবম)
  • এই পথ যদি না শেষ হয়- ৫.৫ (দশম)

মন্তব্য করুন