asha karmi recruitment 2022: সরকারি চাকরির খোঁজছেন দীর্ঘদিন ধরে? তাই নিয়ে এলাম নতুন একটি নয় একাধিক চাকরির সুখবর। পশ্চিমবঙ্গ সরকার নদিয়া জেলার অন্তর্গত নবদ্বীপ ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র বিভিন্ন গ্রাম বিভিন্ন পরিষেবা এলাকায় দশেরও বেশি আশা কর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নবদ্বীপ ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ১০ এর বেশি আশা কর্মী নিয়োগের জন্য প্রস্তুত বা ইচ্ছুকদের আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিজে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ করা হচ্ছে।
নবদ্বীপ ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ১০ এর বেশি আশা কর্মী নিয়োগের আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম অফিশিয়াল ওয়েবসাইট (নিচে দেওয়া হয়েছে) থেকে ডাউনলোড করতে পারবেন। বর্ধমান ইউনিভার্সিটি তে প্রফেসর নিয়োগ একটি সাধারণ টেস্ট এবং ইন্টারভিউ এর দ্বারা নির্বাচন করা হবে। ইচ্ছুক প্রার্থী নদীয়া জেলার নবদ্বীপ ব্লকের বিডি অফিসে ২৯/০৯/২০২২ তারিখে বিকাল তিনটের আগে আবেদনপত্র জমা দিতে হবে। নবদ্বীপ ব্লকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে ১০ এর বেশি আশা কর্মী নিয়োগের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যেমন নিয়োগ,নিউ ভ্যাকেন্সি, আগত নোটিশ, সিলেবাস, উত্তরের কাঠি, মেরিট, লিস্ট সিলেকশন, এডমিট কার্ড, রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে দেওয়া হয়েছে) পেয়ে যাবেন।
Note:সঠিক চাকরির খবর এবং ভ্যাকেন্সি সবার আগে জানতে hintopedia.in কে সাবস্ক্রাইব করুন
Asha Karmi Recruitment 2022: গুরুত্বপূর্ণ তথ্য
পদের নাম: নদীয়া জেলার নবদ্বীপ ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ১০ এর বেশি আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বয়স: ইচ্ছুক প্রার্থীদের সাধারণত সর্বাধিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন এবং এছাড়াও তপশিলি জাতি ও উপজাতিভক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সাধারণত ১২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: যোগ্য প্রার্থীকে মাসিক ৪,০০০- ১০,০০০টাকা মাসিক ভাত্তা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: নদীয়া জেলার নবদ্বীপ ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ১০ এর বেশি আশা কর্মী নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীর সাধারণত মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
চাকরির নিয়োগের পদ্ধতি: নদীয়া জেলার নবদ্বীপ ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ১০ এর বেশি আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীকে নবদ্দীপ ব্লকের বিডিও অফিসে ২৯/০৯/২০২২ তারিখে বিকাল তিনটের আগে আবেদনপত্র জমা দিতে হবে।। আবেদনের সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং অফিশিয়াল নোটিশ কিংবা অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদনের জন্য নিচে অফিসিয়াল সাইট এর লিংক দেয়া হয়েছে ।
চাকরির ইন্টারভিউ এর তারিখ: এখানে চাকরিপ্রার্থীরা ০৮/০৯/২০২২-২৯/০৯/২০২২ মধ্যে সরাসরি নবদ্বীপ ব্লকের বিডি অফিসে বিকাল তিনটের মধ্যে আবেদন করতে পারবেন।
Telegram | |
Click Here | |
Click Here | |
Official Website | Click here |
Download Form | Download here |
পদের নাম: | ১০টি আশা কর্মী নিয়োগের |
কর্মসংস্থানের ধরন: | full time |
চাকরির অবস্থান: | নদীয়া , পশ্চিমবঙ্গ |
বয়স: | সর্বাধিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে |
বেতন: | ৪,০০০- ১০,০০০ টাকা মাসিক ভাত্তা |
নিয়োগের পদ্ধতি: | |
শূন্য পদ | ১০টি |
শিক্ষাগত যোগ্যতা: | মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা |
পোস্ট তারিখ | ০৮/০৯/২০২২ |
শেষ তারিখ | ২৯/০৯/২০২২ |
আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র
- জন্ম তারিখে প্রমাণপত্র বা মাধ্যমিক পরীক্ষার ও তার সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড বা সার্টিফিকেট
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ হওয়ার মার্কশিট।
- প্রার্থীর ভোটার কার্ডের ও রেশন কার্ড
- উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া জাতি গত প্রমান পত্র
- উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত বিবাহ বিচ্ছিন্ন মহিলা হওয়ার প্রমাণ পত্র
- বিবাহিত অভিধবা প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ পত্রের নথিপত্র